আপনি হয়তো ঘরে বসে আছেন। আর মনে মনে ভাবছেন যদি বন্ধুর নাম্বার দিয়ে কাউকে ফোন করতে পারতাম।
সেটি সম্ভব (নিশ্চই) কিনা এটি নিয়ে আজ আলোচনা করব; এটি কে কল স্পূপিং (Call Spoofing) বলা হয়। কল অপারেটর দ্বারা এটি নির্ণয় করা সম্ভব নয়। ধরে নিন আপনি কাউকে চিঠি লিখছেন এখন পোস্টমাস্টার আপনার ঠিকানা না দেখে যাকে পাঠাচ্ছেন তার ঠিকানা উপর গুরুত্ব দেবে ঠিক এমনই এখন হয়।
আসুন দেখে নিই এটি কিভাবে হয়
উপরে যে দেখতে পারছেন এই দুটি অ্যাপ্লিকেশনের দরকার হবে, এখান থেকে ডাউনলোড করে নিন। Talku এবং Data Hack।
(নামের উপর ক্লিক করে ডাউনলোড করুন)
শুরু করা যাক
প্রথমে TalkU অ্যাপটি খুলুন, আপনার নিজস্ব নাম্বারে দিয়ে সাইন-ইন করুন (Otp লাগবে)। সাইন-ইন সম্পূর্ণ হওয়ার পর অ্যাপ থেকে বের হবেন।
**গুরুত্বপূর্ণ অংশ**
TalkU অ্যাপ থেকে বের হওয়ার পর সেটিং থেকে অ্যাপ্লিকেশন অপশনে TalkU কে Force Stop করুন।
প্রেফারেন্স অপশনে যান।